ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ৫৪ বলে ৮৫

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ৫৪ বলে ৮৫
ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ৫৪ বলে ৮৫  © সংগৃৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দেওয়ায় ১৮৫ রান তাড়ায় বিস্ফোরক ব্যাটিং চলছিল লিটন দাসের। ২১ বলে তুলে নেন ফিফটি। ৭ ওভার শেষ হতে বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ থাকে অনেক্ষণ। তার পর ওভার কমিয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৬ ওভারে করতে হবে ১৫১ রান। অর্থাৎ ৫৪ বলে আর ৮৪ রান লাগবে বাংলাদেশের।  

বৃষ্টি নামার আগে ভারতের বিপক্ষে ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৬। ক্রিজে আছেন লিটন দাস (৫৯) ও নাজমুল হোসেন শান্ত (৭)। 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে আক্রমণাত্মক সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ওভার দেখে শুনে খেলার পর ঝড়ো গতিতে রান তুলছেন লিটন দাস। দ্বিতীয় ওভারে আরশদ্বীপ সিংয়ের বলে একটি ক্যাচ উঠলেও সেটি গ্লাভসে জমা পড়ার আগে মাটিতে ড্রপ খেয়েছে।

তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে তো চার ছক্কা মেরে অ্যাডিলেড মাতিয়ে তুলেন লিটন। একই ওভারে আবারও লিটনের ক্যাচ উঠেছিল। কঠিন সুযোগ হাতে জমাতে পারেনি কেউ। পরে তো পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে ২১ বলে ছক্কা মেরে পূরণ করেন ফিফটি। লিটনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৬ ওভারেই বিনা উইকেটে যোগ হয়েছে ৬০ রান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ