ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

ঢাবি
  © মোমেন্টস ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান অধিকার পরিষদের নেতারা।তারা সবাই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

গুরুতর আহতরা হলেন- সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি আখতার হোসেন, সাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল, ফয়সাল রকি, ইউনুস, ইব্রাহিম নিরব, ফোরকান বিন হামিদ ও আফতাব আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটায় ঢাবির টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন। ছাত্রলীগ নেতাকর্মীরাও আগে থেকে টিএসসিতে অবস্থান নেয়। উভয় দলের নেতাকর্মীরা স্লোগান দেয়া শুরু করে। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদ স্থান ত্যাগ করতে চাইলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেটে পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

আরও পড়ুন: চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক ঢাবির দুই ছাত্রলীগ নেতা

এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, আমি দায়িত্ব পালন করতে গেলে ডাস চত্বরে জহুরুল হক হল ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ফরিদ জামানসহ কয়েকজন আমার দিকে তেড়ে আসে। ভিডিও করছি কেন জিজ্ঞাসাবাদ শুরু করে এবং মোবাইল দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। সাংবাদিক পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদ করতে থাকে। পরে প্রক্টরিয়াল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আমার পরিচয় দিলে তারপর তারা চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানলাম, এরকম কিছু ঘটেনি। গতকাল বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস জয়ী হওয়াতে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছিল, তখন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এগুলো তো ঠিক না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘টিএসসিতে আমাদের টিম পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’


মন্তব্য