চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ

চবি
  © মোমেন্টস ফটো

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় উপগ্রুপের দুই পক্ষ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে সংঘর্ষের সূচনা হয়।

ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা যায়, হলের রুম দখলে রাখা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভক্ত বিজয় গ্রুপের কর্মীরা। এ নিয়ে গত ২১ ফেব্রুয়ারি তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেদিন ঘটনার মীমাংসা না হওয়ায় কয়েকদিন থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

তার জেরেই শুক্রবার বিকেলে বিজয় গ্রুপের সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের উপর আকস্মিক হামলা করেন আলাওল ও এফ রহমান হলের কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ থেমে এলেও ক্যাম্পাস এলাকাও পরিস্থিতি এখনো থমথমে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।


মন্তব্য