ফেনীতে উপহার পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা

সারাদেশ
ফেনীতে উপহার পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা  © টিবিএম ফটো

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ফেনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপহার দেওয়া হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে এ উপলক্ষ্যে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। 

জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা, কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম জিলানী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক শহীদ উল্লাহ। এছাড়াও বক্তব্য দেন ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক, উন্নয়ন সংস্থা প্লাসের নির্বাহী পরিচালক জোহরা আক্তার রুমা। 

শহর সমাজসেবা কর্মকর্তা শাহ কায়সার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা বসতির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, যুব অঙ্গনের জহিরুল ইসলাম, রেঁনেসা সিরাজুল ইসলাম জীবন প্রমুখ।

আনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ২২ জন শিশুকে উপহার দেয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে ৭৫ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে সাড়ে ৩৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


মন্তব্য