ফেনীতে পরিত্যক্ত ঘর থেকে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার

ফেনী
উদ্ধার হওয়া কাপড়  © টিবিএম ফটো

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে অন্তত দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে বিজিবি। 

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে পূর্ব মধুগ্রাম থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১০টার দিকে পূর্ব মধুগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মধুগ্রামের একটি পরিত্যক্ত বসতঘর থেকে দুই হাজার ৭৪৮টি শাড়ি, আটটি লেহেঙ্গা ও ৪৩টি টুপি উদ্ধার করা হয়। যার আনুষ্ঠানিক মূল্য দুই কোটি ৮৭ হাজার ১৬০ টাকা।

ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরা কারবারিরা ভারত থেকে এসব কাপড় এনে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে । উদ্ধার হওয়া কাপড়গুলো ফেনীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ