চবির মহাকবি আলাওল বিতর্ক সংসদের কমিটি ঘোষণা

চবি
সভাপতি ও সাধারণ সম্পাদক  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক বিতর্ক সংগঠন মহাকবি আলাওল হল বিতর্ক সংসদের দ্বিতীয় কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল (৫ এপ্রিল) রাত ১০ টায় অনলাইনে ঘোষিত ১৬ সদস্যদের এই কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের কে সভাপতি,রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।

নতুন কমিটির সভাপতি তার সংগঠন কেন্দ্রিক কর্মপরিকল্পনা বিষয়ে বলেন-"আলাওল হল বিতর্ক সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনো হল ভিত্তিক বিতর্ক সংগঠন। তাই দায়িত্বটাও আমাদের উপর বেশি বর্তায়। মুক্তবুদ্ধি ও যুক্তিচর্চায় অগ্রদূতের ভূমিকায় আলাওল হল সবসময় থাকবে।পাশাপাশি আমাদের একটি মূল লক্ষ্য থাকবে নতুন পরিকল্পনা উদ্ভাবন করা।"

উল্ল্যেখ, চবির হল ভিত্তিক বিতর্ক কিংবা আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্কে প্রতিষ্ঠার দুই বছরেই সাড়া জাগানো সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে মহাকবি আলাওল হল বিতর্ক সংসদ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী চবির ছাত্র সমাজ এই সংগঠনের মাধ্যমে মুক্তবুদ্ধি ও যুক্তিচর্চা করে যাচ্ছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ