চাকরি স্থায়ীকরণের দাবি জাবির দৈনিক মজুরি কর্মচারীদের

জাবি
  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি বহাল রেখেছেন দৈনিক মজুরি কর্মচারীরা।

এ বিষয়ে একশ বিশজন দৈনিক মজুরি কর্মচারীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র অধ্যাপক নূরুল আলমের কাছে পাঠানো হয়েছে।

আবেদনপত্রে বলা হয়েছে, চাকরি স্থায়ীকরণের এসব দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন।

জাবির কোষাধ্যক্ষ রাশেদা আক্তারও তাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি স্থায়ী করার আশ্বাস দেন।  কিন্তু তারা কোনো অগ্রগতি পায়নি।

পরে ২ জানুয়ারি ২০২৩ থেকে তারা আবারও একই দাবিতে আমরন অনশন করেন। এর কয়েকজন সিনিয়র শিক্ষক সেখানে উপস্থিত হয়ে তাদের আবারও আশ্বাস প্রদান করলে তারা তাদের ধর্মঘট স্থগিত করেন।

প্রশাসন তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের বিষয়টি বিবেচনা করবে এবং প্রতিশ্রুতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এতে তাদের আর্থিক ও মানসিক দুর্ভোগ কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।


মন্তব্য