গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গবি
  © টিবিএম ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের এপ্রিল-২৩ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়। 

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার মোট ১৬ টি বিভাগের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

জানা যায়, প্রথম শিফটে সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এবং পরের শিফটে দুপুর ১:০০ থেকে শুরু হয়ে বিকাল ৪:০০ পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। আগামী ১৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে গত ২৯ মার্চ থেকে চলতি সেমিস্টারের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়


মন্তব্য