কুবি'র ইএলডিসি কতৃক "টিক ইউর টক ২.০" আয়োজিত

কুবি
  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত হয়েছে 'টিক ইউর টক-২.০'। 

সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর নিজের জ্ঞানকে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও শেয়ার করা এবং তা যাচাইয়ের মাধ্যমে চলতি মাসের ৫ই এপ্রিল শুরু হয় এই পাবলিক স্পিকিং অনলাইন প্রতিযোগিতা। চূড়ান্ত বাছাইয়ের পর গত ২৬ শে এপ্রিল বিজয়ীদের নাম ঘোষনার মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের। 

এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুকাইয়া সেলিম, দ্বিতীয় হয়েছেন ১৬তম আবর্তনের মার্কেটিং বিভাগের
শিক্ষার্থী নাহিদা আফরিন মনিকা এবং তৃতীয় হয়েছেন ১৫তম আবর্তনের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী সাইফ হোসেন জিদনী।

এ প্রতিযোগিতা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বিজয়ী রুকাইয়া সেলিম বলেন,' ইএলডিসি'র আয়োজনে এই প্রতিযোগিতা আমাকে জীবনযুদ্ধে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করেছে। জীবনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে কোন বিষয়ে নিজের মতামতকে তুলে ধরতে পেরেছি। পাবলিক স্পিকিং এর মতো দক্ষতা আয়ত্তে আনতে এটি আমার প্রথম সোপান এবং সফলতাও বটে। সংগঠনের এমন আয়োজন প্রশংসনীয় '। 

আয়োজন নিয়ে সংগঠনটির সভাপতি সামিউল ইসলাম জিসান বলেন, ' আমরা বরাবরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন দক্ষতা তৈরির বিষয়টিকে চিন্তায় রেখে আমাদের প্রোগ্রাম গুলো আয়োজন করেছি। কখনও সেমিনার কখনও প্রতিযোগিতা। আমরা আশা করি আমাদের সংগঠনের হাত ধরে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত দক্ষতা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়কে আরও বিস্তৃত করে তুলবে।'

উল্লেখ্য, নেতৃত্ব ও উদ্যোক্তা সম্পৃক্ত এই সংগঠনটির সিগনেচার প্রোগ্রামের একটি হলো 'টিক ইউর টক' বিগত বছরে আয়োজিত হয় এর প্রথম পর্ব ' টিক ইউর টক -১.০' তারই ধারাবাহিকতায় এ বছর আয়োজিত হয়েছে 'টিক ইউর টক -২.০'


মন্তব্য


সর্বশেষ সংবাদ