ভর্তি পরীক্ষার্থীদের সেবায় কুবির রোভার স্কাউট

কুবি
  © টিবিএম ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় বরাবরের মতোই ভর্তিচ্ছুদের সহযোগিতার দায়িত্ব পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট।

রোভার সদস্যরা ভর্তি পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেয়া, রাস্তার জ্যাম রোধে ট্রাফিকের কাজ করা সহ ইত্যাদি স্বেচ্ছাসেবী কাজে তাদের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত। এ কাজে ৪০ জন রোভার অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান বলেন, "সার্বিক দায়িত্ব পালনে আমরা দুইটা সেন্টারে বুথ বসিয়েছি এবং হেল্প ডেস্কের কাজ করেছি। নিরাপত্তার জন্য আমরা ট্রাফিকের বিভিন্ন কন্ট্রোলিংয়েসহ বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করেছি।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আমরা নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকি। গত 'বি' ইউনিটের পরীক্ষায় আমরা দায়িত্ব পালন করেছি আগামী 'এ' ইউনিটের পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবো।"


মন্তব্য


সর্বশেষ সংবাদ