তিতুমীর কলেজে সাত কলেজকে নিয়ে  টেকমানিয়া ১.০ অনুষ্ঠিত 

তিতুমীর কলেজ
  © সংগৃহীত

তিতুমীর কলেজ আইটি সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শহীদ বরকত মিলনায়তনে  টেকমানিয়া ১.০ অনুষ্ঠিত। 

আজ (২ জুন) তিতুমীর কলেজ আইটি সোসাইটির টেকমানিয়া ১.০ ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আলম সচিব বাংলাদেশ সরকারের আই সি টি বিষয়ক মন্ত্রণালয়,সালাউদ্দিন আহমেদ  প্রধান উপদেষ্টা আইটি সোসাইটি সরকারি তিতুমীর কলেজ , মালেকা আক্তার চৌধুরী   সম্পাদক -শিক্ষক মন্ডলী পরিষদ সরকারি তিতুমীর কলেজ , জুয়েল মোড়ল-সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ, আরিফ হাসান রাজন সভাপতি আইটি সোসাইটি সরকারি তিতুমীর কলেজ , ইমার্জিনা ইসলাম-ফাউন্ডার কাজ৩৬০, সাহাদাত হোসাইন সিইও ইউ ওয়াই ল্যাব এবং  বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

 বিশেষ অতিথি সাহাদাত হোসাইন বলেন আমাদেরকে টেকনোলজিকাল ইস্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমরা প্রতিদিন যে পরিমাণ সোসাল মিডিয়ায় সময় ব্যায় করি সেখান থেকে ১ ঘন্টা করে ইস্কিল ডেভেলপমেন্টে সময় দিতে হবে, যেটা দিয়ে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।অনলাইনে সময় এমন ভাবে দিতে হবে যার মাধ্যমে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশে গড়তে সহায়তা করে।

প্রধান অতিথি শামসুল আলম বলেন -স্মার্ট বাংলাদেশে গড়তে হলে আমাদের চার টি পিলার গড়তে হবে, যেটা হলে আমাদের আর কখনো পিছনের দিকে তাকাতে হবে না,আমাদের   স্মার্ট সিটিজেন গড়তে হবে, আমাদের স্মার্ট গভর্মেন্ট স্মার্ট ইকনোমি স্মার্ট সোসাইটি, আমাদেরকে আইটি সম্পর্কে জানতে হবে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স  কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখতে হবে।আমাদের উদ্দোক্তা হতে হবে, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে এখন থেকেই উদ্দোক্তা হতে হবে, সবাই চাকরির উপর নির্ভরশীল না হয়ে আমাদের উদ্দোক্তার দিকে মনোনয়ন পেশ করতে হবে, নিজেকে দেশে এবং বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ