নোবিপ্রবিতে প্লেজারিজম চেকার ও রিমোট এক্সেস সেবার উদ্বোধন

নোবিপ্রবি
উদ্বোধন করছেন প্রধান অতিথি  © টিবিএম ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে টেক্সট সিমিলারিটি নির্ণয়ের প্লেজারিজম চেকার সফটওয়্যার  Turnitin Feedback Studio এবং অনলাইন ভিত্তিক  Remote access সেবা চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন, ২০২৩) নোবিপ্রবি কেন্দ্রীয় লাইব্রেরির আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে প্লেজারিজম চেকার সফটওয়্যার এবং রিমোট এক্সেস সেবার মাধ্যমে নোবিপ্রবি এক নতুন যুগে পদার্পণ করলো। আধুনিক এই সেবার মাধ্যমে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদের অনেক গবেষক বিদেশে অবস্থান করছেন, তারাও আজ এই মাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারবে এবং তাদের কাজগুলো সঠিকভাবে মূল্যায়িত হবে। একই সঙ্গে এ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, তবেই এর সুফল পাওয়া যাবে। যে কোনো গবেষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও মৌলিকতা নিয়ে আসতে পারলেই তা মানুষের কাজে আসবে। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা। একটি নতুন দিগন্ত আজ উন্মোচিত হলো। বিশেষ করে মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এই প্রযুক্তি অনেক কাজে আসবে। এর ফলে অনেক মানসম্মত গবেষক সৃষ্টি হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, বঙ্গবন্ধু।’

প্লেজারিজম চেকার সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ তাঁদের মাস্টার্স, এমফিল এবং পিএইচডি থিসিস/ডিজার্টেশনসহ রিসার্চ আর্টিকেলসমূহের প্লেজারিজম সনাক্তকরণ, নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করতে পারবেন, যা প্রকৃত গবেষণা কর্মকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। এছাড়াও গবেষণায় টেক্সট সিমিলারিটি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি  Turnitin Feedback Studio শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি হিসেবে কাজ করবে। যার মাধ্যমে তারা তাদের কোর্স ওয়ার্কসমূহ ( assignments ) জমা প্রদান ও মূল্যায়ন করতে পারবেন। সর্বোপরি   Intellectual property right রক্ষার মাধ্যমে নোবিপ্রবির একাডেমিক সততা এবং গবেষণার গুণগতমান নিশ্চিতকরণে মাইলফলক হিসেবে বিবেচিত হবে এই প্লেজারিজম চেকার সার্ভিস।

পাশাপাশি  Remote access সেবার মাধ্যমে ব্যবহারকারীগণ অফ ক্যাম্পাস বা নির্দিষ্ট আইপি রেঞ্জের বাইরে বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সাবস্ক্রাইবকৃত ২২টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার ই-বুক ও ই-জার্নালসমূহে ২৪ ঘন্টা এক্সেস সুবিধা পেয়ে থাকবেন। একই সঙ্গে সেবাটির মাধ্যমে নোবিপ্রবির সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের শ্রম ও সময় বাঁচবে, যা বিশেষ শিক্ষাসহায়ক হিসেবে গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও লাইব্রেরীয়ান (অ.দা) জনাব সাখাওয়াত হোসেন বলেন ‘শিক্ষা ও গবেষণায় এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো যেসব সুবিধা পায় তা আমরা ক্যাম্পাসে বসেই ব্যবহার করতে পারবো। এর মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিয়ের ক্ষেত্রেও এগিয়ে যাবে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির এ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা। যারা এই অনুষ্ঠান সফল করতে পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ