ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ 

ঢাবি
  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ২০২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস্ প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে। ১৮ মাসব্যাপী এই প্রোগ্রামটি তিন সেমিস্টারে বিভক্ত, যেখানে শিক্ষার্থীরা ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে পারবেন।

আগামী ০৪ জুলাই আবেদনের শেষ সময় এবং ০৭ জুলাই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে মনোনীত করার পর জুলাই মাসের ২য় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ওয়েবসাইটে প্রোগ্রামটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ভর্তির যোগ্যতা:
-শিক্ষার যেকোনো স্তরে পাবলিক পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 2.50/সমমান (তৃতীয় বিভাগ/শ্রেণীর নিচে থাকা যাবেনা)।
-যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
-যারা ইতোমধ্যেই কোন চাকরিতে আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগটি ৮ জুন ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। বিভাগটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শান্তি, সংঘর্ষ, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়াদি সম্পর্কে বিস্তৃতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয়। এই বিভাগ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এম. ফিল. এবং পিএইচ. ডি. ডিগ্রিও প্রদান করে থাকে। 

এছাড়াও বিভাগটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থাসমূহের সাথে যৌথভাবে গবেষণার কাজ করে থাকে। প্রতি বছর এ বিভাগে বিশেষ লেকচার সিরিজের আয়োজন করা হয়। বিভাগে বর্তমানে ১৫ জন শিক্ষক, ৫ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৪০০ জন শিক্ষার্থী রয়েছে।


মন্তব্য