৭ কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৩, ০৩:১৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার ফল এই লিংকে প্রবেশ করে জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি সাত কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট ৯.৯৭৯টি আসনের বিপরীতে ৩৭,৫২৭ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা সরকারি ৭ কলেজসহ ঢাকার ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।