রাবিতে ডাঃ অর্ণার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন
- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেন রাবি ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দূর্জয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলের মসজিদে বাদ এশা এ বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদের আয়োজক দূর্জয় মুসল্লীদের কাছে অর্ণার জন্য দোয়া চেয়ে বলেন, "আপনারা দোয়া করবেন অর্ণা আপু যাতে তাঁর দাদা জাতীয় চার নেতার অন্যতম নেতা, পিতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র লিটন চাচা যেভাবে দেশ ও জাতির জন্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তেমনি অর্ণা আপুও যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন। আপনাদের কাছে কর্মী হিসাবে প্রিয়নেতার জন্য দোয়া চাচ্ছি"
উল্লেখ্য যে, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বাংলাদেশ আওয়ামী লীগের, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ যুবমহিলা লীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।