নতুন বছরে রাবিপ্রবির কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা

রাবিপ্রবি
  © ফাইল ছবি

দেখতে দেখতে ২০২৪ এর জানুয়ারির প্রায় শেষের দিকে, নতুন বছরে রাবিপ্রবিকে যেভাবে দেখতে চায় শিক্ষার্থীরা।

ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের রিপা আক্তার নামে একজন ছাত্রী জানান "নতুন বছরকে আমরা বরণ করে নিয়েছি, বরণ করে নিয়েছে সারা পৃথিবী। কিন্তু নতুনের কাছে অনেক প্রত্যাশা নিয়ে যখন সামনের দিকে তাকাই তখন সংগত কারণেই মনে পড়বে পেছনের কথাও। কী পেয়েছি, কী পাইনি, সে হিসাব মেলাতে গেলে প্রাপ্তির পাল্লাটাই যে ভারী হবে, তাতে কোনো সন্দেহ নেই।তবে নতুন বছরের প্রত্যাশা হিসেবে চাই আলাদা একটা ডিপার্টমেন্ট  ভবন,নতুন শিক্ষক, আর যাতায়াতের জন্য পরিবহন সুবিধা। আর সবসময়ের মতো  ভালো থাকুক রাবিপ্রবি।"

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের তন্দ্রা চাকমা নামে এক ছাত্রী বলেন"নতুন বছরে শিক্ষক স্বল্পতা নিয়ে রাবিপ্রবির প্রশাসন কাজ করবে আশা রাখছি।এছাড়া একটি সমৃদ্ধ লাইব্রেরি যেখানে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই যেমন বিভিন্ন জার্নাল, উপন্যাস ইত্যাদি বই থাকবে।" এছাড়া একি বিভাগের সাগর দাশ নামের এক ছাত্র বলেন"আমরা ভালো ক্লাসরুম ব্যবস্থা, উন্নত যাতায়াত ব্যবস্থা, ল্যাব সুবিধাসহ একটি পরিপূর্ণ ক্যাম্পাস চাই।"

সিএসই বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন"যেহেতু করোনা মহামারীর জন্য সবাই অনেকটাই পিছিয়ে তাই সামনের সেমিস্টার গুলো যথাসময় এবং সেমিস্টারের  সময় কিছুটা এগিয়ে নিয়ে এসে গ্যাপটা পূরণ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে আশা করি।"

এছাড়া ম্যানেজমেন্ট বিভাগের প্রতিভা দেব নামের এক ছাত্রী জানান "যেহেতু আমাদের ক্যাম্পাসে শিক্ষক স্বল্পতা আছে তাই আমরা চাই প্রত্যেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ দেয়া হোক।"


মন্তব্য


সর্বশেষ সংবাদ