ঢাবিতে মাইজভাণ্ডারী সংগীত উৎসব
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মাইজভাণ্ডারী সংগীত উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় এই উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে এই সংগীত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
আয়োজকরা বলছেন, মূলধারার সংগীত অঙ্গনের সাথে মাইজভাণ্ডারী গানের দূরত্ব গোছাতেই এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে কবিয়াল রমেশ শীলের ‘গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে’, ‘আমার প্রাণে খোঁজে মাইজভান্ডার’, ‘দেইখা যা রে মাইজভান্ডারে হইতাছে নূরের খেলা’—প্রভৃতি গান পরিবেশন করে চট্টগ্রামের অন্যতম সুফি ব্যান্ড দরবার রিদমের শিল্পী নয়ন শীল ও অন্যান্যরা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
মাজহারুল কবির শয়ন বলেন, আমরা যে ধরণের মননে বিশ্বাস করি, যেই সম্প্রীতির সুরে পুরো বাংলাদেশকে এক করতে চাই, যে ধরণের বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই, সেই স্বপ্ন পূরণের জন্য এই ধরণের আয়োজন সবসময় সহায়ক।
সৈকত বলেন, ধর্ম যে উগ্রতা ছড়ায় না, ধর্ম যে সম্প্রীতির কথা বলে আর শিল্পকে নিয়েই যে ধর্ম সেটির প্রমাণ পাওয়া যায় মাইজভাণ্ডারী গান শুনলে। আমাদের আশা এই ফোকলোর সোসাইটি বাংলাদেশের ফোকলোর কালচারাল প্রোগ্রাম সবচেয়ে বেশি আয়োজন করবে। তারা গবেষণা করবে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি এবং হারানো ঐতিহ্য নিয়ে।
অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির সভাপতি শেখ সাজ্জাদ আহমদ ফাহিম বলেন, চট্টগ্রাম তো বটে বাংলার ফোক গানের একটি উর্বর ধারার নাম মাইজভাণ্ডারী সংগীত। মাইজভাণ্ডারী গান কথা বলে একটি বহুধর্ম, বর্ণ, জাতিবিশিষ্ট সমাজ গঠনের। আর তাই ধর্মীয় উগ্রতা, সহিংসতা ও বিদ্বেষের বিপরীতে মাইজভাণ্ডারী সংগীত হতে পারে এক অনন্য, অমোঘ অস্ত্র। যে অস্ত্র প্রেমের, ভালোবাসা এবং সম্প্রীতির।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত এমন আয়োজন শিক্ষার্থীদের মনে প্রগতিশীলতা, জীবনবোধ, সম্প্রীতি, আত্মিক পরিশুদ্ধতা ছড়িয়ে দিবে৷