রবির রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে শান্ত ও নাছরুল

রবি
  © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী তানজিরুল ইসলাম শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ নাছরুল হক। বুধবার (২০ মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ আয়োজিত মিলন মেলা ও নবীন বরণ অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এ কমিটি অনুমোদন করেন। 

সভাপতি তানজিরুল ইসলাম শান্ত বলেন, আমরা রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ বিভাগীয় সংগঠন। আমাদের সকল কর্মকান্ড অন্য সকল বিভাগের চেয়ে বৃহৎ পরিসরে হওয়া উচিৎ। তারই পরিপ্রেক্ষিতে আমরা নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কাজ করে যাবো।অতিদ্রুত আমরা পূর্ণাঙ্গ কমিটি দিবো। রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর সকল সদস্যকে আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাছরুল হক বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পদটি আমার জন্য যেমন গৌরবের বিষয় তেমনভাবে চ্যালেঞ্জেরও বিষয়। আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার জায়গা। শিক্ষার্থীদের অ্যাকাডেমিকের পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশের জন্য কাজ করব। শুধু সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থেই নয় বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করা হবে আমাদের অন্যতম লক্ষ্য। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়, বিশ্বিবদ্যালয়ের আরেক সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম।