মারা গেছেন ঢাবি অধ্যাপক জিয়া রহমান

ঢাবি
  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৮ বছর।

শনিবার (২৩ মার্চ) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘অধ্যাপক জিয়া রহমানের হার্ট অ্যাটাক হয়েছিল। দ্রুত ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও চিকিৎসকেরা চেষ্টা করে তাঁকে বাঁচাতে পারেননি।’ 

এদিকে তার জানাজা নামাজ আজ শনিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

অধ্যাপক জিয়া রহমান বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ শিক্ষকদের সংগঠন নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ