বঙ্গবন্ধু ধর্মীয় সাম্য ও ফেডারেলবাদ বিশ্বাসে অপূর্ব নিদর্শন: হার্ভার্ড প্রফেসর সুগত বসু

জবি
  © টিবিএম ফটো

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওশেনিক হিস্ট্রি এন্ড অ্যাফেয়ার্সের গার্ডিয়ান প্রফেসর ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসু বলেছেন, '১৯৫৪ সালে সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের কনস্টিটিউশনাল এসেম্বলিতে শেখ মুজিবের ভাষণ ছিল ধর্মীয় সাম্য ও ফেডারেলবাদ বিশ্বাসের অপূর্ব নিদর্শন।'

শুক্রবার (২২মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের অষ্টবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব অনুষ্ঠানে জাদুঘরের কেন্দ্রীয় মিলনায়তনে 'মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্মৃতি সংরক্ষণ' এর উপর স্মারক বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু পাকিস্তানের ইসলামিক রিপাবলিক নাম দেওয়ার বিরোধীতা করেছিলেন। কারণ যদি পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক করে তাহলে আর‌এস‌এস এবং হিন্দু মহাসভা ভারতবর্ষকে হিন্দু রিপাবলিক করতে চাইবে।'

এসময় অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সার‌ওয়ার আলী। তিনি বলেন, 'আমরা শুরুতে একটি ভাড়া বাড়ি দিয়ে এযাত্রা শুরু করি, এখন এটি আলাদা রুপ পেয়েছে। আর আজকের উপস্থিত দেখে আমি খুবই আনন্দিত ।'

এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের। তিনি জানান, গত অর্থবছরে আমাদের আয় ছিল ৯ কোটি ৩৯ লক্ষ ৫৩৯ টাকা এবং ব্যয় ১৩ কোটি ৪৫ লক্ষ ৬১ হাজার ৫০৯ টাকা। ঘাটতি ৪ কোটি ৫ লক্ষ ৭৭ হাজার ৯৬৯ টাকা। অনেক বড় অংকের এই ঘাটতি জাদুঘরের নিজস্ব তহবিল থেকে মেটানো হয়েছে। আমরা এই ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করবো আপনাদের সহায়তা।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক বক্তা অধ্যাপক সুগত বসুর পরিচিত প্রদান করেন। এসময় অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক, গবেষকেরা সহ
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আসাদুজ্জামান নূর, এমপি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, অধ্যাপক সুগত বসু একজন ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আশির দশকের মাঝামাঝি সময় থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ইতিহাসে তার বিষয় হল দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের ইতিহাস। ২০০১ সাল পর্যন্ত সুগত বসু মার্কিন যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। তারপর তিনি শিক্ষক হিসাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।


মন্তব্য