শেষবারের মতো ঢাবিতে জানাজা হলো অধ্যাপক জিয়ার

ঢাবি
  © ফাইল ছবি

শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জানাজা নামাজ সম্পন্ন হলো বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের।

শনিবার (২৩ মার্চ) দুপুর পৌনে দুইটায় ঢাবির কেন্দ্রীয় মসজিদের ভেতরে জোহরের নামাজের পর এই জানাজা সম্পন্ন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমান নিরহংকার ও হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। সব সময় বিভিন্ন সমস্যার সহজ সমাধান আমাদের সামনে উপস্থিত করতেন। এরকম একজন মানুষের চলে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে।

উপাচার্য বলেন, তার এই প্রস্থানে আমরা দোয়া করবো, অনত্র এই যাত্রায় তিনি যেন ভালো থাকেন। পাশাপাশি তার পরিবারের সকলের জন্য আমরা দোয়া করবো তারা যেন ভালো থাকেন।

এদিকে অধ্যাপক জিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ আছর মিরপুর-১ এ দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।


মন্তব্য