জাবিতে বিশেষ ভোজের আয়োজন ২১ মে

জাবি
  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবছর ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। তবে এ বছর পবিত্র রমজান মাস হওয়ায় শিক্ষার্থীদের  স্বার্থে আবাসিক হলগুলোতে ২৫ এপ্রিল  এই বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করার কথা থাকলেও অতিরিক্ত তাপদাহ ও আসন্ন বিসিএস পরীক্ষার সামনে থাকায় ২১ মে এ ভোজের আয়োজন করা হবে বলে জানিয়েছে হল প্রশাসনগুলো।

বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, পবিত্র রমজান মাস থাকায় আমরা ২৫ এপ্রিল এ বিশেষ ভোজের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলাম। ৪৬ তম বিসিএস পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা অনুরোধ জানিয়েছেন যাতে আমরা তারিখ পরিবর্তন করি। তাদের অনুরোধে এবং অতিরিক্ত তাপ দাহের কারণে আমরা ২১ মে এ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখছি প্রতিবারের মতো এবারেও শিক্ষার্থীদের জন্য যথাযথ খাবারের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, জাবিতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এ ধরনের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।


মন্তব্য