রবি উপাচার্যের নামে ভুয়া মেইল, সতকর্তা করলেন উপাচার্য 

রবি
  © ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজমের নামে ভুয়া ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টায় উপাচার্য নিজ ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেইজে বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম বলেন, dr.md.shahazam নামের এই মেইলটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় এবং এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। এই ধরনের মেইল থেকে কোনো বার্তা আসলে সেটাকে ভালোভাবে যাচাই করে দেখতে হবে। আমাদের নিজেস্ব মেইলের আদর্শনিষ্ঠ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটার সাথে না মিলিয়ে রিপ্লাই না দেওয়ার জন্য বলা হলো। 

এছাড়াও তিনি সবাইকে এই ভুয়া ই-মেইল থেকে আসা সব বার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলেন উপাচার্য।

উল্লেখ্য, সম্প্রতি একটি মহল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া মেইল অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে হয়রানি করছে।


মন্তব্য