জাবিতে বাংলা সংসদের ভিপি মনীষা, জিএস সামসুল আলম

জাবি
  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা বিভাগের ছাত্র সংসদের ২০২৪  সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী (৪৮তম ব্যাচ) মনীষা হক এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী (৪৯তম ব্যাচ) সামসুল আলম।

সোমবার (২৯ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার শামীম আহমেদ।

কমিটির অন্যান্যরা হলেন– সহ সাধারণ সম্পাদক রবিন মিয়া (৫০ ব্যাচ),শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত বিশ্বাস বাপি (৪৮ ব্যাচ), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল মিয়া ( ৫০ ব্যাচ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম রাউফু (৪৮ ব্যাচ), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান লিমন (৫০ ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক ধীরাজ রায় (৪৯ ব্যাচ), সহ-সাংস্কৃতিক সম্পাদক-১ খায়রুল ইসলাম নাহিদ (৫১ ব্যাচ),  সহ-সাংস্কৃতিক সম্পাদক-২ ফাতেমা মাহফুজ সারা (৫২ ব্যাচ), নাট্য সম্পাদক কাজী সাদিয়া আক্তার বিথী (৪৮ ব্যাচ),সহ-নাট্য সম্পাদক আবু নাইম (৫০ ব্যাচ), ক্রিয়া সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম (৪৯ ব্যাচ), সহ-ক্রিয়া সম্পাদক বেলাল হোসেন-১ (৫১ ব্যাচ), সহ-ক্রিয়া সম্পাদক-২ কায়েফ আহমেদ সিয়াম (৫২ ব্যাচ), প্রচার সম্পাদক হুমাইয়া আক্তার হ্যাপি (৫১ ব্যাচ), সহ-প্রচার সম্পাদ ফাহিম ফয়সাল চৌধুরী (৫২ ব্যাচ)।

এছাড়াও সংসদের গঠনতন্ত্র অনুযায়ী বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা  সংসদের সভাপতি। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত জি এস বলেন, বাংলা সংসদ নির্বাচন বাংলা বিভাগের একটি ঐতিহ্যবাহী নির্বাচন এবং বাংলা বিভাগের ছাত্র শিক্ষক সম্পর্ক অনিন্দ্য সম্পর্ক। এই নির্বাচন দ্বারা মূলত বাংলা বিভাগের শিক্ষার্থীদের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে নির্দেশ করে। আমাকে বাংলা সংসদ ২০২৪  নির্বাচনে বাংলা সংসদের সাধারণ সম্পাদক ( জিএস) হিসেবে নির্বাচিত করায় আমার ৪৯ তম ব্যাচসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত সংসদে আমি প্রচার সম্পাদক ছিলাম তাই সেখানে থেকে সংসদের কাজ সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, আমি আশা করি আগামী দিন গুলোতে সকল সাংসদের মতের ভিত্তিতে আমরা বাংলা সংসদের সুনাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ