ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের সমাবেশ

ঢাবি
  © ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আজ রবিবার (৫ মে) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সংগীত বিভাগের শিক্ষার্থী আহমেদ আব্দুল্লাহ সালমান ও তার বন্ধুরা গান পরিবেশন করেন। এছাড়াও ফিলিস্তিনের পক্ষে কবিতা আবৃত্তি করেন আবিদ হাসান রাফি, হাসিবুর রহমান, শাহিনুর রহমান।

আন্দোলনরত শিক্ষার্থীরা অতি দ্রুত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা এবং গণহত্যার সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি জানান। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অত্যাচার বন্ধ করার এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবি জানান তারা।


মন্তব্য