পাবিপ্রবিতে আসনপ্রতি লড়বে ১৬ জন!
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি;
- প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ০১ জুন ২০২৪, ০৭:২৩ PM
-10118.jpg)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৬ জন। শনিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি বিভাগের অধীনে ৯২০টি আসন রয়েছে। এই ৯২০টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন মোট ১৪ হাজার ২৬২ জন শিক্ষার্থী।
সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৬ জন। প্রথম মেধা তালিকা প্রকাশের বিষয়ে তিনি জানান, পরবর্তী কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা গুচ্ছের ওয়েবসাইটে জানতে পারবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গুচ্ছের ওয়েবসাইটে খোঁজ-খবর রাখতে নির্দেশ দেন।