চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ জুন ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ০৫ জুন ২০২৪, ১১:১৪ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের এলাকায় ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাওয়ার পথে নগরীর ২নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা পার হওয়ার সময় এক ছেলে কাটা পড়ে। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে রেললাইনে উঠে পড়ে। এমন সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা কিশোরকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।