ঢাবির বাজেট অধিবেশন শুরু 

ঢাবি
  © সংগৃৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন শেষে মহা গ্রন্থ আল কোরআন, বাইবেল ও গীতা পাঠের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর চলতি অর্থবছরে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের নাম ঘোষণা করা হয়। 

এরপর সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল অভিভাষণ প্রদান শুরু করেন। রিপোর্ট লেখা পর্যন্ত (৩ টা ২৮ মিনিট) উপাচার্যের বক্তব্য চলমান রয়েছে।

উপাচার্যের বক্তব্য শেষে বাজেট উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। 

এবারের অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হবে, যা গত বছরে ছিল ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ