কোটা বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান নিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা 

কোটা
  © ফাইল ছবি

কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করতে করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) দুপুর পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত (৩টা ১০ মিনিট) মিছিল চলমান রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নিবে। অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে জানান তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকাল বিকাল একই দাবিতে পদযাত্রা করেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। পরে শাহবাগ মোড়ে এক ঘণ্টা অবস্থান করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।