ঢাবির ক্যান্টিনের খাবারে মিললো ১০ টাকার নোট, পরিচালক বললেন ‘স্যরি’

মুহসীন
  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনের খাবারের মধ্যে একটি ১০ টাকার নোট পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে হলের এক শিক্ষার্থী ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাসির মাংসের তরকারিতে এই নোট পান। পরে বিষয়টি জানাজানি হলে ক্যান্টিন পরিচালক ‘স্যরি’ বলেন।  

ওই শিক্ষার্থীর নাম কাজী শামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বাংলাদেশ মোমেন্টসকে এই শিক্ষার্থী বলেন, ‘দুপুরে খেতে গিয়ে খাসির মাংস অর্ডার করি। খাবার পাওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে একটি টাকার নোট। পরে পরিচালককে গিয়ে জিজ্ঞেস করলে তিনি ‘সরি’ বলে খাবার রিপ্লেস করে দেয়। এটা যেভাবে ছিল, মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে।’

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান শামীম। তিনি বলেন, ‘এই বিষয়ে হল প্রশাসনের কাছে অভিযোগ দিবো ভাবছি। কিন্তু পরীক্ষা চলায় দেরি হচ্ছে।’

ক্যান্টিন পরিচালক রিপন মোহাম্মদ বলেন, ‘নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।’

এ ব্যাপারে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ