এবার অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয় 

ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ঢাবির কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়ার পর পরই বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক পরীক্ষা স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আজ রবিবার (৩০ জনু) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতঃপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।’’

তবে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।