কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি

রাবিপ্রবি
  © টিবিএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি) এর কর্মচারীবৃন্দ সর্বজনীন পেনশন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে তিন দিনের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে। ১লা জুলাই থেকে আগামী  ৩রা জুলাই পর্যন্ত এই কর্মসূচির ডাক দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্মচারী কল্যাণ সমিতি। 

গত ২৬ জুন কর্মচারী সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত)  বর্ণা চাকমা এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রনি) সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এরই পরিপ্রক্ষিতে আজ প্রথম দিনের কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি। 

কর্মসূচির বিষয়ে কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রনি) জানান, "আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরা কর্মসূচি পালন করছি।ফেডারেশনের দিক নির্দেশনা মতোই আমরা এগিয়ে যাবো।"

এছাড়া গত ২০ মে অবস্থান কর্মসূচিসহ মানববন্ধন করেছিলো রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ