কোটাবিরোধীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ শুরু
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৫:৪১ PM
-11222.jpg)
দেশের বিভিন্ন জায়গায় গতকাল কোটাবিরোধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেছে কোটাবিরোধীরা। আজ শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
এ সময় শিক্ষার্থীদের ‘খেলা হবে, সারা বাংলায়, খেলা হবে, শাহবাগে’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বায়ান্নর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।