মধ্যেরাতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ববি
  © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলগুলোতে, তুমি কে?  আমি কে? রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের শেরে বাংলা হল ও বঙ্গবন্ধু হল এবং মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত পুরো ক্যাম্পাস।

রবিবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তুমি কে?  আমি কে? রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়। 

মূলত বেসরকারি এক টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র এক বক্তব্যকে ঘিরে এই উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা মুক্তিযুদ্ধের নাতি নাতনিরা পাবে না, তাহলে রাজাকারের নাতী নাতনিরা পাবে?  এমন বক্তব্যদের প্রতিবাদে সবাই বিক্ষুব্ধ হয় এবং তুমি কে?  আমি কে? রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো।

এর পরপরই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকে। তারপর তারা ঢাকা কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র এমন বক্তব্য,  সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।