জাবিতে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষনা, 

হল ছাড়ার নির্দেশ, আন্দোলনকারীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবরুদ্ধ প্রশাসনিক ভাবন 

জাবি
  © ফাইল ফটো

আজ সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষনা ও বিকাল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেটে উল্লেখ্য করা হয় ১৭-০৭-২০২৪ তারিখ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৪-০৭-২০২৪, ১৫-০৭-২০২৪ ও ১৬-০৭-২০২৪ তারিখে কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সকল সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। 

এতে আরোও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১ ৭-০৭-২০২৪ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। 

এ সিদ্ধান্তের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করে রাখে।