রাবিপ্রবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
- রাবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৪:০৬ PM

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরসাথে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে প্রশাসন। ১৭ জুলাই (বুধবার) রাবিপ্রবির উপ- রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশ প্রদান করা হলো।"
হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গিয়েছে, অনিরাপদ যাতায়াত এবং বাড়ি দূরে হওয়ায় হুট করে বাড়ি ফেরা সম্ভব নয়। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে যেন সকলের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং নিরাপত্তা নিশ্চিত করে হলে থাকার ব্যবস্থা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, "আমাদের রাবিপ্রবি একটি সম্প্রিতির বিশ্ববিদ্যালয়। এখনে আমরা সবাই মিলেমিশে পড়ালেখা করি। আমাদের ক্যাম্পাসে এখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।আমি আশা করি সামনেও কোনো ঘটনা ঘটবে না।
তবে এ বিষয়ে রাবিপ্রবি ছাত্র হলের সহকারী প্রভোস্ট সাদ্দাম হোসেন বলেন, "সবাইকে বাধ্যতামূলক হল ত্যাগ করতে হবে। আমরা সবাইকে অনুরোধ করবো হল ত্যাগ করার জন্য। "