যশোরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  এবং গায়েবানা জানাজার নামায আদায়

যবিপ্রবি
  © টিবিএম

সারাদেশ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছয়জন নিহত হওয়ার প্রতিবাদে আজ ১৭ই জুলাই বুধবার যশোরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং গায়েবানা জানাজার নামায অনুষ্ঠিত হয়। সকাল ১১:৩০ মিনিটের সময় যশোর জেলা প্রশাসকের কার্যালয় ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁচড়া মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়। এইসময় যশোরের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী এতে যোগদান  করেন। 

সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে কোটা প্রথার সংস্কার এবং শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে অনেক শিক্ষার্থী বক্তব্য রাখেন। সমাবেশে আগত শিক্ষার্থীরা চাঁচড়া মোড়ে চতূরপাশের রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় সাধারণ শিক্ষার্থীদের ক্রিকেট খেলতে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীদের যোহরের নামাযও  রাস্তার মাঝে জামাত করে আদায় করতে দেখা গেছে ।

২:৩০ পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলার পর সবাইকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়ে গায়েবানা জানাজার নামায অনুষ্ঠিত হয়।

এদিকে অনিদিষ্ট কালের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং আজকে বিকাল ৪ টার মধ্যে  সমস্ত শিক্ষার্থীদেরকে হল ছাড়র নির্দেশ দিয়েছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন।