শব-ই বরাতে ইবিতে বন্ধ ক্লাস-অফিস, চলবে পরীক্ষা 

ইবি
  © ফাইল ছবি

পবিত্র শব-ই বরাত উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ক্লাস ও অফিস সমূহ বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে। 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব-ই বরাত উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে জরুরি সেবা সমূহ চালু থাকবে।

তবে উক্ত তারিখে কোনো বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলে তারা তা গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে বিভাগীয় সভাপতিকে পরিবহন অফিসে যোগাযোগ করে গাড়ির ব্যবস্হা করার অনুরোধ করা হয়।