নতুন সদস্যের বরণ করে নিলো ইবি সায়েন্স ক্লাব
- ইবি প্রতিনিধি:
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ PM

নতুন সদস্যদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাব। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ভবনের ১০২নং কক্ষে ৪র্থ ফ্রেশারস রিসেপশনের আয়োজন করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. শরিফুল ইসলাম এবং ক্লাবের অন্য উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইনজামুল হক। এসময় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ক্লাবটির নতুন ও পুরাতন প্রায় শতাধিক সদস্য এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির আমিন ও দপ্তর সম্পাদক আফরা আনজুম জেনিন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. শরিফুল ইসলাম ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, "বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এমন ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সায়েন্স ক্লাব আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।"
অনুষ্ঠানে অধ্যাপক ড. ইনজামুল হক বলেন, "আমাদের পুরো জীবনটাই বিজ্ঞানের সাথে যুক্ত। আমাদের ধর্মীয় গ্রন্থেও বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে। বিজ্ঞানকে কিছু থিওরি ল ইকুয়েশন এর মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগাতে পারি। সেজন্য একটা গ্রুপ দরকার যারা এটি কে নেতৃত্ব দিবে। সাইন্স ক্লাস সে চেষ্টা করছে।"
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান আলী বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে, যা অত্যন্ত ইতিবাচক। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে সক্ষম হবে।"
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইজমাতুল ফেরদৌস লিভা বলেন, "আমাদের ক্লাবের এই অরিয়েন্টেশন প্রোগ্রামের লক্ষ্য নতুন সদস্যদের স্বাগতম জানানো এবং বিজ্ঞানভিত্তিক আয়োজন "Bringzzle" এর মাধ্যমে বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহিত করা। এছাড়া ক্লাবের কার্যক্রমের মাধ্যমে সদস্যরা বিভিন্ন বিষয়ে গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পাবে। আশা করছি তাদের সহযোগিতায় আমাদের IUSC আরো অনেক দূর এগিয়ে যাবে।"
এদিকে ক্লাবের প্রায় শতাধিক সদস্যকে বরণ করে নেয় সংগঠনটি। এসময় ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আইকিউ কম্পিটিশন "Bingzzle" বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।