ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী গেটটুগেদার
- মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি :
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ PM

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী পরিবারসহ এতে অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব আবদুল হাই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এই বিশ্বিবদ্যালয়ের উন্নতিতে, অগ্রগতিতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে'।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজন হলো বসন্ত উৎসবের মতো। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের রয়েছে নাড়ির সম্পর্ক। অ্যালামনাইরা তার প্রতিষ্ঠানের সেবা করবে। এই বিশ্বিবদ্যালয় আপনাদের পরিচয় ও অস্তিত্ব। আপনাদের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় মূল লক্ষ্য ফিরে যাবে, আগামীর সকলক্ষেত্রে অবদানের রাখবে।অ্যালামনাইদের দায়িত্ব হলো তার বিশ্বিবদ্যালয়ের গুরুত্ব ও অবদান তুলে ধরা।
যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র আছেন,তাদের দায়িত্ব হবে এই বিশ্বিবদ্যালয়কে নতুন করে গড়ে তোলা। অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে অনেক অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ফান্ড থাকবে, অনেক শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে।
মায়ের যেমন কাজ সন্তানের সেবা করা তেমনি এই অ্যালামনাইয়ের দায়িত্ব হবে এই বিশ্বিবদ্যালয়ের সেবা করা'।
এদিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্মৃতিচারণ, এ্যালামনাইদের সন্তানদের খেলাধূলা ও পুরস্কার বিতরণ, রেজিস্ট্রার্ড এ্যালামনাইদের উপহার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।