প্রথমবারের মতো যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা

যবিপ্রবি
  © সংগৃহীত

যবিপ্রবি প্রতিনিধি: আজ প্রথম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা।

গতকাল (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ থেকে শুরু হয় শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের (বিজ্ঞান বিভাগ,ব্যাবসায় শিক্ষা বিভাগ,মানবিক বিভাগ) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা এবং পরীক্ষা শেষ হয় বেলা ১ টায়। এরপর বিকেল ৩ টা থেকে ৪ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় এ ইউনিটের( বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা। 

ভর্তি পরীক্ষার ৫ টি কেন্দ্রের মধ্যে একটি ছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( যবিপ্রবি)।  যবিপ্রবি কেন্দ্রের পরীক্ষা ব্যাবস্থাপনায় মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।  ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তায়  কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট ইউনিট,আনসার,পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষ। 

ভর্তি সহায়তা ডেস্ক দিয়ে শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিভিন্ন সহায়তায় এবং শিক্ষার্থীদের ব্যাগ,মোবাইল,মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী সংরক্ষণে কাজ করেছে বিশ্ববিদ্যালয়টির একমাত্র সামাজিক সংগঠন উন্নত মম শির। শিক্ষার্থীদের ও অভিভাবকদের পানিসহ শরবত পানের ফ্রি ব্যাবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন এন্টি ড্রাগ সোসাইটি এবং ইসলামিক কালচারাল সোসাইটি।