নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ছাত্রদলের কর্মী সভা

নজরুল
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ছাত্রদলের 'ফরম বিতরণ ও কর্মী সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের 'গাহি সাম্যের গান' মুক্তমঞ্চে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিসালাত হোসেন সজীব। 

প্রধান অতিথির বক্তব্যে শাকির আহমেদ বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। আজ যারা নিজেদের ‘বীর’ বলে দাবি করছেন, তারা অতীতে সুবিধাবাদীভাবে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আমরা তখনও রাজপথে দাঁড়িয়ে মানুষের সামনে স্পষ্টভাবে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি। ৫ আগস্টের আগে যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে লালন-পালন করতেন, আজ তারা এক গোপন সংগঠন গড়ে তুলেছেন—যা লালিত হচ্ছে ছদ্মবেশে। এই সংগঠনটি আজ নানা পরিচয়ে আমাদের ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।

তিনি আরও বলেন, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি ভালো কোন কাজও করেন, তাহলেও তারা নানা ফেক আইডির মাধ্যমে নেতিবাচক মন্তব্য ছড়ায়। জাতীয়তাবাদী পরিবারের সাড়ে চারশ জনেরও বেশি কর্মী আহত হয়েছেন। অথচ যারা নতুন নতুন সংগঠন গড়ে তুলেছেন, তারা কেউ বলতে পারবেন না—তাদের সংগঠন থেকে কয়জন শহীদ হয়েছেন। আমরা বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করি। আমরা লড়াই করি, কিন্তু ক্রেডিট নিতে ছুটি না। কারণ আমরা বিশ্বাস করি, ইতিহাসই আমাদের মূল্যায়ন করবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও আল মোহাম্মদ রাফসান সামি,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনের শুরুতে পদপ্রত্যাশী নেতারা তাদের মিছিল নিয়ে মঞ্চে প্রবেশ করে। পরে সকল বক্তারা সমসাময়িক রাজনীতি ও ছাত্রদলের গতিশীলতা বৃদ্ধিতে বক্তব্য প্রদান করেন। সম্মেলন শেষে নতুন শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মাঝে ছাত্রদলের ফরম বিতরণ করা হয়। পরে একটি মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচী সমাপ্ত হয়।