নজরুল জয়ন্তী উপলক্ষে 'অরণ্য উন্মুক্ত পাঠাগার' এর তিন দিনব্যাপী আয়োজন
- আশরাফুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১২:০৫ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অরণ্য উন্মুক্ত পাঠাগার’ আয়োজন করেছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। ২৪, ২৫ ও ২৬ মে চলবে এই আয়োজন।
অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, পাঠচক্র, বৃক্ষরোপণ, বই ও দেয়ালিকা প্রদর্শনী, রচনা, বিতর্ক, কুইজ, আবৃত্তি এবং বুক রিভিউ প্রতিযোগিতা।
শেষ দিনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান।
২০২২-২৩ সেশনের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’ প্রতিষ্ঠা করে অরণ্য উন্মুক্ত পাঠাগার। শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ পাঠাগারটি নিয়মিত পাঠচক্র, প্রকাশনা, ও বই বিনিময় কার্যক্রম পরিচালনা করে। শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী বই সংগ্রহে রেখে পাঠক ও লেখক তৈরিতে কাজ করছে এটি।
এখানে এসে যে কেউ চাইলে বই পড়ে একাডেমিকের বাইরেও জ্ঞান অর্জন করতে পারে।
এ বিষয়ে 'অরণ্য উন্মুক্ত পাঠাগার' এর সভাপতি ফয়সাল আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একদম স্বতস্ফুর্ত ভাবে আমরা নজরুল জয়ন্তী-২০২৫ আয়োজন করতেছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতিসত্তার ঐক্য, সম্প্রীতির ধারক বাহক। নজরুল চর্চা ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বিশেষ অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান জানাতে 'অরণ্য উন্মুক্ত পাঠাগার' এর এই আয়োজনে সবাইকে সবান্ধব আমন্ত্রণ।