বাকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু, প্রথম দিনে ভর্তি ৮৬৬ জন

বাকৃবি
  © টিবিএম ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রম আগামী ২৮ মে পর্যন্ত চলবে। ভর্তির জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। প্রথম দিনের ভর্তি কার্যক্রম শেষে জানা গেছে, মোট ৮৬৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩৮০ জন ছেলে এবং ৪৮৬ জন মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূ‌ত্রে জানা‌নো হয়, সশরীরে বাকৃবিতে উপস্থিত হওয়ার আগে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ তৈরি হবে। সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তি কার্যক্রমের দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন। তাদের আর কোনো টাকা প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত অর্থ থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে অবশিষ্ট টাকা পূবালী ব্যাংকে শিক্ষার্থীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

স‌রেজ‌মিন বি‌ভিন্ন স্থান  ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা দলবদ্ধভাবে নির্ধারিত স্থানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন। যেমন, টিএসসি কনফারেন্স হলে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের কার্যক্রম সম্পন্ন কর‌ছেন। টিএসসিতে ব্লাড গ্রুপ রিপোর্ট প্রদান, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা ও লটারির মাধ্যমে হল নির্বাচন করছেন। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিসে ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করে ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।