টিএসসিতে জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

ক্যাম্পাস
টিএসসিতে জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী  © টিবিএম ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) প্রাঙ্গনে দুইদিন ব্যাপী 'জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসঃ ২০১৩,১৪,১৫ সালে মানুষ হত্যার রাজনীতি' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।

আয়োজনকারী তানভীর হাসান সৈকত ফেসবুক পোস্টে লিখেন, স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, দেশবিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে জ্বালাও, পোড়াও, অগ্নি সন্ত্রাস, মানুষ হত্যার সহিংসতা চালিয়ে জনজীবন যেরকম নাকাল করেছিল সে ঘটনার পুনরাবৃত্তি শিক্ষার্থী সমাজ দেখতে চায় না।

তিনি আরো লিখেন, পূর্বের ন্যায় হত্যা, অগ্নি সন্ত্রাসের মতো অপকর্মে মেতে উঠতে পারে সেই শঙ্কা থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে জ্বালাও-পোড়াও বিরোধী কর্মসূচি হিসেবে দুইদিনব্যাপী আগুন সন্ত্রাসের ভয়বহতার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি।

দুইদিন ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল ১৩ নভেম্বর একই জায়গায় প্রদর্শিত হবে।