ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপুর্ণভাবে আর্জেন্টিনার বিজয় উদযাপন

ফুটবল
আর্জেন্টিনার বিজয় উদযাপন  © সংগৃহীত

শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে সমর্থকরা যেন সংঘাতে জড়াতে না পারে- সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।

খেলা শুরুর ১ ঘণ্টা আগে থেকে টহল জোরদার করা হয়। শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

তবে খেলা শেষে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ফুটবল দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ