দিনাজপুরে একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মরদেহ
  © প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার মারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মারগাঁও গ্রামের নিজামুদ্দিন হাজীপাড়া ওরফে আজরাইল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার পূত্রবধূ শামসুন্নাহার বেগম (৩০)।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতে ৯ মাস বয়সী কন্যা সন্তানের কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে গিয়ে দেখেন রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে তারা দরজা ভেঙে দেখেন শয়নকক্ষে একই রশিতে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ। এরপর থানায় খবর দেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে একই গ্রামের দুলাল মেম্বারপাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যেই বনিবনা ও সংসারে ঝগড়া লেগে থাকতো। ইতিপূর্বে তাদের সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশে মিমাংসাও হয়েছে।

তবে শামসুন্নাহারের পরিবারের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল রহস্য উন্মোচন হোক।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।


মন্তব্য