রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ 

সংঘর্ষ
  © টিবিএম ফটো

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের জিরাহী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরজাল ইউনিয়নের জিরাহী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বার বার  প্রতিপক্ষ   গংদের হাতে হামলার  শিকার হয় একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে প্রতিবন্ধী আবুল কাশেম ও তার ভাই সোহরাব মিয়া। 
গত ১২ তারিখে প্রতিপক্ষ ইসমাইল গং আবুল কাশেম ও তার ভাই সোহরাবের লক্ষাধিক টাকার গাছে কেটে ফেললে এই সংঘর্ষের ঘটোনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরো জানা গেছে, এই গাছ কাটার ঘটনায় গতকাল রাতে সোহরাব রায়পুরা থানায় এক অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়ের এর ফলে ইসমাইল গং আজ সকাল থেকে সোহরাব এর বাড়িতে হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব আজিজুর রহমান জানান, "গতকাল রাতে অভিযোগ দায়ের করার পর রাতেই তাদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযোগে উল্লিখিত আসামীগণ পুলিশ দেখে পালিয়ে যায়।"


মন্তব্য