ফটিকছড়িতে বাল্য বিবাহ, বরের জেল

বাল্য বিবাহ
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্য বিবাহ করায় মো. মোরশেদ নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

২৩ জানুয়ারি (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এ সময় সুন্দরপুর ইউপির ৯নং ওয়ার্ডস্থ উত্তর ধুরুং গ্রামের খায়রুল বাশারের ছেলে মো.মোরশেদ কে বাল্যবিবাহ নিরোধ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। এবং কনে মারিয়া আক্তার সাথিকে স্থানীয় চেয়ারম্যান এর উপস্থিতিতে বাবার জিম্মায় দেয়া হয়।

মোরশেদ স্বীকারোক্তি দিয়ে স্ব-জ্ঞানে বিনা প্ররোচনায় মারিয়া আক্তার সাথী নামের অপ্রাপ্ত মেয়ের সাথে বয়স জ্ঞাত হওয়া স্বত্বেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বেআইনি কাজ করায় এবং এর স্বপক্ষে ও নিকাহনামা ও হলফনামা তৈরি করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করায় এর জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। 

এদিকে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড কামরুল ইসলাম। এই অভিযানে মোবাইল কোর্টে ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা করেন।


মন্তব্য