বাউফলে সবজী খামারের অর্ধ লক্ষাধিক টাকার গাছ কর্তন

পটুয়াখালী
জসীম খলিফা সবজী খামারে  © মোমেন্টস ফটো

পটুয়াখালীর বাউফলে পূর্ব শক্রতা জের ধরে জসীম খলিফা সবজী খামারের অর্ধ লক্ষাধিক টাকার লাউ, করলা, শিমরা গাছ এবং ইরি ধানের বীজ কেটে ফেলেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে, উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে।

জসীম খলীফা বড়ো ছেলে সোহেল রানা মুঠোফোনে জানান, বুধবার দিবাগত রাতে কে/কারা আমার সবজী খামারে ঢুকে শতাধিক লাউ, করলা, এবং শিম, মরিচ ও পেপে গাছ গোড়া দিয়ে কেটে ফেলেছে। আমার গাছগুলো ফলান্ত ছিল। প্রতিটি গাছে ছোটোবড়ো ৫ শতাধিক সবজী রয়েছে। এবং পাশে থাকা ৩ শতাংশ জমির ইরি ধানের বীজ কেটে ফেলেছে। ইতে তার আনুমানিক অর্ধ লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে। তিনি আইনের আশ্রয় নিবেন বলে প্রতিনিধিকে জানান।  

আরও পড়ুন: মাদারীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাদারীপুর সদর উপজেলা

বিলবিলাস গ্রাম পুলিশ আনোয়ার  ঘটনাটি সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাস্থানে গিয়াছিলাম। করলা শিম লাউ গাছ কেটে ফেলেছে। এবং পাশে থাকা ইরি ধানের বীজ কাচি দিয়ে কেটে ফেলেছে। 

জানা যায়, প্রত্যেক বছর ওই এলাকায় এ ধরনের গাছের সাথে শক্রতা চলে আসছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ